০৭ আগস্ট ২০২২, ১৯:০৯

হজে গিয়ে ভিক্ষা করা মিন্টুর জামিন

মতিয়ার রহমান ওরফে মিন্টু  © সংগৃহীত

সৌদি আরবে ভিক্ষা করা সেই মতিয়ার রহমান ওরফে মিন্টুর জামিন মঞ্জুর করেছেন আদালত। রবিবার (০৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ তার জামিন মঞ্জুর করে আদেশ দেন। মিন্টু সরকারিভাবেই হজে গেছেন বলে জানা গেছে।

এর আগে গত ২৯ জুলাই হজ শেষে ফেরার সময় ঢাকার বিমানবন্দর থেকে ৫৪ ধারায় তাকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। পরদিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। ওইদিন আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুন: প্রতিদিন ২৫কিলোমিটার পায়ে হেঁটে হজ করতে চান শিহাব

ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ জাফর হোসেন বলেন, গত ৩০ জুলাই ঢাকার সিএমএম আদালতে করা জিডি অনুযায়ী ৫৪ ধারায় মিন্টুকে গ্রেফতার করা হয়। তার আচরণে দেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে বলে প্রতিবেদন আনা হয়েছে।

তাকে কারাগারে পাঠানোর আবেদনে বলা হয়, আসামি গত ১৮ জুন ধানসিঁড়ি ট্রাভেলসের মাধ্যমে হজে সৌদি আরব যান। এরপরে হজ না করে ভিক্ষাবৃত্তি শুরু করেন। ভিক্ষাবৃত্তির খবর পেয়ে মদিনা পুলিশ তাকে গ্রেফতার করে। এরপরে হজ পুলিশের এজেন্সির মাধ্যমে জামিনে মুক্তি পান। বিষয়টি দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত হয়।