চলন্ত বাসে ডাকাতি ও ধর্ষণে জড়িত আরও দু’জন গ্রেপ্তার
টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতি ও সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ আগস্ট) রাতে গাজীপুরের কালিয়াকৈর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঈগল এক্সপ্রেসের বাসে এ ঘটনা ঘটে।
আজ শুক্রবার দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ কায়সার তার কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরবেন। পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে বৃহস্পতিবার ভোরে গোয়েন্দা পুলিশের একটি দল টাঙ্গাইলের দেওলা এলাকার ভাড়া বাসা থেকে ডাকাত দলের সদস্য রাজা মিয়াকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে লুট করা তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
আরো পড়ুন: চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণ: সেই অভিশপ্ত রাতের বর্ণনা দিলেন ভুক্তভোগী নারী
রাজা মিয়াকে আদালতে তুলে তদন্তকারী কর্মকর্তা মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হাসান সাত দিনের রিমান্ডের আবেদন করেন। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বাদল কুমার চন্দ তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাজা মিয়া ঢাকা-টাঙ্গাইল রুটের বাস সার্ভিস ঝটিকা পরিবহনের চালক।