০৪ আগস্ট ২০২২, ১১:৩৫
চলন্ত বাসে ডাকাতি ও সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় একজন গ্রেফতার
যাত্রীবাহী বাস জিম্মি করে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় রাজা মিয়া (৩২) নামে একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) ভোরে টাঙ্গাইল সদর উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কুষ্টিয়া থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বাসটি টাঙ্গাইলে পৌছালে এ ঘটনা ঘটে।
জেলা গোয়েন্দা পুলিশের উত্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল সদর এলাকায় অভিযান চালিয়ে রাজাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনা স্বীকার করেছেন তিনি।
আরো পড়ুন: চলন্ত বাসে যাত্রীদের ৩ ঘণ্টা জিম্মি করে ডাকাতি ও ধর্ষণ
রাজা মিয়া জানিয়েছেন, ১০ জন মিলে বাসটি জিম্মি করে যাত্রীদের কাছ থেকে সবকিছু ডাকাতি করেছেন তারা। এ ছাড়া বাসের এক নারী যাত্রীকে সহযোগীরা ধর্ষণ করেছেন।