২৪ জুলাই ২০২২, ১৩:০৪

বিদ্যালয়ের মাঠে কুপিয়ে হত্যা করা হলো ছাত্রকে

নিহত হাসিবুল ইসলাম ঝামা  © সংগৃহীত

মাগুরার মহম্মদপুরে এক মাদ্রাসাছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের চরঝামা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাসিবুল ইসলাম ঝামা (১৪) স্থানীয় বরকাতুল উলুম মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশন) মো. কলিমুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর অন্তত ১০টি বাড়ি ভাঙচুর করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, চরঝামা গ্রামে একটি পক্ষের নেতৃত্বে রয়েছে জেলা ছাত্রদলের সদস্য মাসুদুর রহমান। অন্য পক্ষের নেতৃত্ব দেন আওয়ামী লীগ নেতা মো. আসাদুজ্জামান। গত বৃহস্পতিবার চরঝামা স্কুলের মাঠে জুয়া খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের কথা-কাটাকাটি ও দ্বন্দ্ব হয়। পরে দুই পক্ষের মধ্যে মিমাংসা হয়ে যায়।

চরঝামা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার বিকেলে স্থানীয়রা প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে। সেখানে মাসুদ গ্রুপের ইউসুফের ছেলে সুমন ও আসাদ গ্রুপের মিজানুরের ছেলে লাকিজের মধ্যে বিরোধ দেখা দেয়।

আরো পড়ুন: রাস্তায় অনেক মানুষ, আমি চিৎকার করলেও কেউ সাহায্য করেনি

বাড়িতে গিয়ে সুমন বিষয়টি জানালে মাসুদ গ্রুপের লোকজন স্কুলের মাঠে আসে। পরে লাকিজকে না পেয়ে হাসিবের ওপর হামলা চালায় তারা। তাকে সড়কি দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। হাসিবকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ জানান, হাসিবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাতেই মাসুদ গ্রুপের লোকজনের বাড়িঘরে ভাঙচুর চালায় প্রতিপক্ষের লোকজন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর থেকে অনেকে আত্মগোপনে আছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর আছে।