ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
ফেনীর সোনাগাজীতে মায়ের সামনে মেয়েকে ধর্ষণের ঘটনার মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে মামলা থেকে একজনকে বেকুসুর খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জুলাই) ফেনীর নারী ও শিশু নির্যাতনদমন ট্রাইব্যুনালের বিচারক ওসমান হায়দার এই রায় দেন।
আদালতে রাষ্টপক্ষের আইনজীবী ফরিদ আহমেদ হাজারী রায়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— আবুল কাশেম, মো. লাতু ও জাহাঙ্গীর আলম। ঘটনার সাথে সম্পৃক্ততা না থাকায় খালাস পেয়েছেন মোহাম্মদ ফারুক।
মামলা সূত্রে জানা গেছে, ২০০৩ সালের মে মাসে সোনাগাজীর নবাবপুর থেকে অস্ত্রে মুখে মা ও মেয়ে তুলে নিয়ে যান দণ্ডপ্রাপ্তরা। এরপর মার সামনেই মেয়েকে ধর্ষণ করেন তারা। এই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে সোনাগাজী থানায় মামলা করেন।
মামলায় নয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় দেন। রায় ঘোষণার সময় আদালতে মোহাম্মদ ফারুক উপস্থিত ছিলেন। বাক আসামিরা পলাতক রয়েছেন।