ক্লাসের পর বিকেলে বুকে ব্যাথা, সন্ধ্যায় মারা গেলেন জবি ছাত্র
দুপুরে ক্লাসের পর বাড়ি ফিরে বিকেলে বুকে তীব্র ব্যথা অনুভব করছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্র আশরাফুল ইসলাম। পরে সন্ধ্যায় হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার। বুধবার (২২ জুন) তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তিনি আলসারে আক্রান্ত ছিলেন।
আশরাফুল জবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের তাজমহল রোডে তার বাড়ি।
সহপাঠীরা জানান, বুধবার বিকালে বুকে প্রচণ্ড ব্যথা শুরু হলে আশরাফুলকে ওষুধ খাওয়ানো হয়। এরপর তার নাক ও মুখ দিয়ে রক্তপাত শুরু হয়। পরিবারের সদস্যরা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। আশরাফুল প্রায় তিন-চার মাস ধরে আলসারে ভুগছিলেন।
আরো পড়ুন: তিতুমীর কলেজছাত্রের নিথর দেহ উদ্ধার, গায়েব ৫০ হাজার টাকা
আশরাফুল মঙ্গলবারও ক্লাস করেন। তখন তাকে দেখে অসুস্থ মনে হয়নি বলে জানান বন্ধুরা। বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মহিউদ্দিন বলেন, মঙ্গলবারও তার ক্লাস নিয়েছি, জানতাম না সে অসুস্থ। আশরাফুলের মৃত্যুতে আমি খুবই মর্মাহত ও শোকাহত।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।