মহানবী (সা.)-কে কটূক্তি, কলেজছাত্রীর বিচার দাবিতে থানা ঘেরাও
বাগেরহাটের চিতলমারীতে এক কলেজছাত্রীর বিরুদ্ধে ফেসবুকে মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগ উঠেছে।
তার বিচার দাবিতে সোমবার দুপুরে এলাকায় তুমুল বিক্ষোভ এবং একপর্যায়ে থানা ঘেরাও করতে গেলে বিক্ষুব্ধ জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।
এতে ১২ পুলিশ সদস্যসহ ২৫ জন আহত হন। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে আটক করা হয়েছে। এ সময় পুলিশ ২৪ রাউন্ড গুলিও ছোড়ে বলে জানা গেছে।
পুলিশ জানায়, উপজেলার চরডাকাতিয়া এলাকার রমনি বালার মেয়ে শেরেবাংলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী রনিত বালা রনি কয়েক দিন আগে তার ফেসবুকে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি ও অবমাননাকর পোস্ট দেয়। রোববার বিষয়টি স্থানীয়দের নজরে এলে এলাকায় উত্তেজনা দেখা দেয়। রাতে রনিত বালাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার তার বিচার দাবিতে স্থানীয়রা ফের বিক্ষোভ করে থানায় প্রবেশের চেষ্টা চালালে সংঘর্ষ বাধে। এ সময় আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান বলেন, বিক্ষুব্ধ জনতা আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করলে তিন কর্মকর্তার তিনটি গাড়ি, চারটি মোটরসাইকেল এবং জানালার কাঁচ ক্ষতিগ্রস্ত হয়।