১৩ জুন ২০২২, ১২:৫৬

উত্ত্যক্তের প্রতিবাদ করায় গোবর ছোড়া হলো ৪ শিক্ষককের গায়ে

ইভটিজিং  © প্রতীকী ছবি

কিশোরগঞ্জের করিমগঞ্জে দুই স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় চার শিক্ষককের গায়ে গোবর ছোড়ার অভিযোগ উঠেছে। উপজেলার দেওয়ানগঞ্জ বাজারের পাশে তালিয়াপাড়া এলাকায় রোববার বিকেলে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষকরা হলেন কাদিরজঙ্গল ইউনিয়নের জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয়ের লাভলী রাণি পাল, তানিয়া ছিদ্দিকী ও শাহনাজ পারভীন নামে দুজন। তবে অভিযুক্ত তরুণদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

বিদ্যালয় থেকে জানা গেছে, নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে বহিরাগত ৩ থেকে ৪ জন বখাটে প্রায়ই উত্ত্যক্ত করত। এমনকি পথে তারা মোবাইল ফোনে শিক্ষার্থীদের ছবিও তুলত।

রোববার প্রথম সাময়িক পরীক্ষা চলাকালীন বিদ্যালয়ে ঢুকে ওই দুই ছাত্রীর সঙ্গে দেখা করে তরুণরা। বিষয়টি শিক্ষকদের চোখে পড়লে তারা বখাটেদের ধমক দিয়ে বিদ্যালয় থেকে বের করে দেন। এ সময় তারা ক্ষিপ্ত হয়ে সেখান থেকে চলে যায়।

স্কুল ছুটির পর শিক্ষকরা অটোরিকশা করে বাড়ি ফেরার পথে তালিয়াপাড়া এলাকায় পৌঁছালে বখাটেরা অটোরিকশার গতিরোধ করে। চালক তাদের যাত্রী ভেবে অটোরিকশা থামানোর সঙ্গে সঙ্গে তারা শিক্ষকদের শরীরে গোবর ও কাদা মিশ্রিত ময়লা পানি ছুড়ে মেরে পালিয়ে যায়।

শিক্ষক শাহনাজ পারভীন সন্ধ্যার পর তার ফেসবুকে ওয়ালে ঘটনাটি শেয়ার করলে প্রতিবাদের ঝড় ওঠে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সেখানে মন্তব্য করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ঘটনা জানাজানির পর ক্ষোভ প্রকাশ করছেন বিদ্যালয়ের সাবেক শিক্ষক- শিক্ষার্থীরাও। এ নিয়ে তারা প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।

জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান বলেন, ‘ঘটনাটি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে। ইউএনও মামলা করার পরামর্শ দিয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে।