১১ জুন ২০২২, ০৯:৪১

বিয়েতে রাজি নয় বাবা-মা, গলায় ফাঁস দিল চেয়ারম্যানের ছেলে

বিয়ে না দেওয়ায় আত্মহত্যা করা মো. আরমান  © সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক কিশোর প্রেমিকাকে বিয়ে করতে চাইলেও মা রাজি ছিল না। এতে অভিমান করে মো. আরমান (১৫) নামে ওই কিশোর গলায় ফাঁস দিয়েছে। শুক্রবার (১০ জুন) দুপুরে চন্ডিপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শামসুদ্দিনের ছেলে আরমান। কোদালিয়া শহরুল্লাহ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল সে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে নাস্তা করে এলাকায় ঘোরাঘুরি করে। পরে বাড়ি ফিরে রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। দুপুর সাড়ে ১২টার দিকে নামাজে যাওয়ার জন্য তার মা ডাকাডাকি করেন।

দীর্ঘক্ষণ কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন, আড়ার সঙ্গে ঝুলে আছে তার গলায় ওড়না পেঁচানো দেহ। এ সময় মায়ের চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা এসে মৃত অবস্থায় দেখতে পায় তাকে।

আরো পড়ুন: গলায় ফাঁস দিয়ে পলিটেকনিক কলেজছাত্রের আত্মহত্যা

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান জানান, এক ছাত্রীর সঙ্গে প্রেম ছিল আরমানের। তাকে বিয়ে করার জন্য মাকে চাপ দেয় সে। তাদের বিয়ের বয়স না হওয়ায় রাজি হয়নি মা, ধৈর্য ধরতে বলেন।

এ কারণে সে অভিমানে ফাঁস নিয়ে থাকতে পারে বলে ধারণা পরিবারের। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।