বাইরের চার ছাত্রকে নিয়ে মাদক সেবন করছিলেন বেরোবির দু’জন
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) মাদক সেবন করার সময় ছয়জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৭ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির অফিসার্স ইনচার্জ এস আই ইজার আলী। তিনি বলনে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, হলের সামনে মাদকসেবীরা আসর বসিয়েছে। পরে আমিসহ পুলিশের একটি দল গিয়ে মাদক সেবনরত অবস্থায় ছয়জনকে আটক করি।
এর মধ্যে দু’জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এ ছাড়া দুজন বগুড়ার একটি কলেজের শিক্ষার্থী। বাকি তিনজন রংপুর শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী রয়েছে। তাদের সবার বাড়ি কুড়িগ্রাম জেলায়।
আরো পড়ুন: গৃহবধূর গোসলের ভিডিও করে ধর্ষণ, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ মাদকসেবন অবস্থায় ছয়জনকে আটক করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতিতে রয়েছে। মাদকের ব্যাপারে কোনো ছাড় নেই। মাদকসেবী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে।