১৮ মে ২০২২, ০৮:০৩

বিদ্যালয়ের সামনেই ছুরিকাঘাত করে স্কুলছাত্রকে হত্যা

বিদ্যালয়ের সামনেই ছুরিকাঘাত করে স্কুলছাত্রকে হত্যা
ফতুল্লায় সহপাঠীদের ছুরিকাঘাতে এক ছাত্র খুন হয়েছে  © প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিজ বিদ্যালয়ের সামনে সহপাঠীদের ছুরিকাঘাতে এক ছাত্র খুন হয়েছে। নিহত ওই ছাত্রের নাম দ্রুব, সে দশম শ্রেণির ছাত্র। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের সামনে।

ফতুল্লার ইসদাইর এলাকার মাদব চন্দ্রের ছেলে দ্রুব (১৫) । ঘটনায় জড়িতরা কিশোর গ্যাংয়ের সদস্য বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির কয়েকজন ছাত্র এক সাথে চলাফেরা করে। ছুটির পর স্কুলের সামনে চায়ের দোকানে আড্ডা দেয় গভীর রাত পর্যন্ত। মঙ্গলবার রাতে আড্ডা দেয়ার সময় দুটো মেয়েকে তাদের সাথে দেখা গিয়েছিল। তাদের মধ্যে নারী সংক্রান্ত কোনো বিষয় নিয়ে বিরোধ দেখা দেয়।

তাদের মধ্যে একজন জানায়, কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে দ্রুবকে ডেকে একজন স্কুলের কাছে অন্ধকারে যায়। এরপর দ্রুবকে ছুরিকাঘাত করে। আর অন্যরা মারধর করে। 

আরো পড়ুন: জামিন পেলেন বিয়ের দাবিতে বসা সেই বিশ্ববিদ্যালয় ছাত্রী

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিদ্দিকুর রহমান বলেন, ‘বিষয়টি মেয়ে সংক্রান্ত বলে শুনেছি। স্কুলে পড়লেও তাদের বিরুদ্ধে কিশোর গ্যাংয়ের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ শোনা যাচ্ছে।’

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু বলেন, স্থানীয় লোকজন আহতকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আশা করি দ্রুত রহস্য উদঘাটন করতে পারব। জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।