সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব থেকে অস্ত্র নিয়ে সংঘর্ষ, শিক্ষকসহ আহত ৮

সংঘর্ষে আহতদের মধ্যে একজন
সংঘর্ষে আহতদের মধ্যে একজন  © সংগৃহীত

মাদারীপুরে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়েছে কিশোর গ্যাংয়ের দুই পক্ষ। এতে এক শিক্ষকসহ অন্তত আটজন আহত হয়েছেন। রবিবার (১৬ মে) রাত সাড়ে ৯টার দিকে শহরের ইউআই সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে সংঘর্ষের এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন বিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক সজল সূত্রধর, নয়ন ফকির, রাকিব তালুকদার, আশিক সরদার ও রাসেল হাওলাদার। আহত বাকিদের নাম জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, কলেজ রোডের হাসান মাদবরের সঙ্গে আমিরাবাদের রাকিব তালুকদারের সিনিয়র-জুনিয়র নিয়ে কথা কাটাকাটি হয়। পরে রাতে এর জেরে হাসান সঙ্গীদের নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ইউআই সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে অপর পক্ষের ওপর হামলা চালায়।

আরো পড়ুন: ছাত্রাবাস থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার

পরে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে ইউআই সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সজল সূত্রধরসহ অন্তত আটজন আহত হন। তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।

হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মশিউর রহমান জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ