১৫ মে ২০২২, ২৩:০৯

পিবিআই কর্মকর্তার কাছে উত্ত্যক্তের প্রতিকার চেয়ে ধর্ষণের শিকার ছাত্রী

প্রতীকী ছবি  © ফাইল ফটো

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) খুলনা শাখার এক কর্মকর্তার কাছে উত্যক্ততের প্রতিকার চেয়ে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেছেন এক কলেজছাত্রী। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী।

রবিবার (১৫ মে) দুপুরে নগরীর ৯ নম্বর ছোট মির্জাপুর এলাকার কাগজী হাউজে ধর্ষণের শিকার হন ওই কলেজছাত্রী। পরে সেখান থেকে বেরিয়ে খুলনা থানায় গিয়ে অভিযোগ করেন তিনি।

অভিযোগ সূত্রে জানা গেছে, সম্প্রতি বখাটের দ্বারা উত্যক্তের শিকার হন ওই ছাত্রী। এই ঘটনার প্রতিকার চেয়ে পাঁচদিন আগে খুলনা পিবিআই এর এক ইন্সপেক্টরের কাছে প্রতিকার চান তিনি।  রবিবার ওই কর্মকর্তা তাকে কাগজী হাউজে নিয়ে ধর্ষণ করেন। ঘটনাস্থল থেকে বেরিয়ে তিনি থানায় অভিযোগ করেন। অভিযোগ পেয়ে পুলিশ ওই হাউজে গেলেও পিবিআইয়ের কর্মকর্তাকে পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন। তিনি বলেন, ধর্ষণের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্ত কর্মকর্তা পলাতক রয়েছেন। ভুক্তভোগী ছাত্রীকে খুলনা মেডিকেল কলেজের ওসিসিতে ভর্তি করা হয়েছে। ওই ছাত্রী এবার বিএল কলেজ থেকে এইচএসসি পাস করেছেন।