কারাবন্দি মেয়েকে ইয়াবা দিতে গিয়ে মা আটক
কারাবন্দি মেয়ের জন্য ইয়াবা নিয়ে যাওয়ার সময় রানী বেগম (৪৫) নামের এক নারীকে আটক করেছেন কারারক্ষীরা।
শনিবার (১৪ মে) দুপুরে গাজীপুরের কাশিমপুর কারাগারের মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশের সময় তাকে আটক করা হয়। আটক রানী যশোরের বাঘারপাড়া থানার দশ পাখিরা গ্রামের মামুনের স্ত্রী। তার মেয়ে মাদক মামলায় নারী কারাগারে বন্দি আছেন।
কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ জানান, শনিবার দুপুরে কারাগারের মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশের সময় কারা ফটকে দায়িত্বপালনরত কারারক্ষী মাকসুদা বেগম ওই নারীর দেহ তল্লাশি করেন। এসময় তার হাতে থাকা ভ্যানিটি ব্যাগে নীল পলিথিনের পুটলীতে ১৮৯ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে তাকে আটক করে কোনাবাড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক রানী বেগম ইতোপূর্বেও মাদকের দুইটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আসেন। প্রায় দেড়মাস আগে ওই মামলায় তিনি জামিনে মুক্তি পান। তার মেয়ে বুশরা জাহান বিনিও (২৫) কয়েক মাস আগে মাদক মামলায় গ্রেপ্তার হয়ে এ কারাগারে স্থানান্তরিত হন।
আরও পড়ুন: কচুর লতি বিক্রি করছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক
কোনাবাড়ী থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, আটক মা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন তিনি তার মেয়েকে দেওয়ার জন্য এই ইয়াবা নিয়ে যান। এ বিষয়ে থানায় একটি মাদক মামলা হয়েছে বলে জানান ওসি।
এ ব্যাপারে কোনাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদ বাদি হয়ে আটককৃত নারীর বিরুদ্ধে মাদক মামলা করেছেন।