স্কুল ড্রেস পরে রাস্তায় ধূমপান, ৪ ছাত্রী বহিষ্কার

সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ
সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ  © ফাইল ছবি

গাজীপুরের টঙ্গীতে স্কুল ড্রেস পরে রাস্তায় ধূমপান করার অভিযোগে চার ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে। রমজানে ঘটনাটি ঘটলেও স্কুল কর্তৃপক্ষের নজরে এলে গত বৃহস্পতিবার (১২ মে) তাদের অভিভাবককে ডেকে এনে তাদের বহিষ্কার আদেশ দেয়।

জানা গেছে, রমজান মাসে টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজের অষ্টম শ্রেণির চার ছাত্রী স্কুলের পাশে একটি কোচিং সেন্টারে প্রাইভেট পড়তে যায়। এ সময় কোচিং সেন্টারের পাশে গলিতে স্কুল ড্রেস পরিহিত অবস্থায় ধূমপান করে। এ সময় পাশে থাকা অন্যান্য শিক্ষার্থীরা ভিডিও ধারণ করে। ভিডিওটি যোগাযোগমাধ্যমে ছড়িয়ে ছড়িয়ে পড়লে স্কুল কর্তৃপক্ষের নজরে আসে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই স্কুলের এক শিক্ষার্থী বলেন, রমজানে কোচিং শুরুর আগে চার ছাত্রী ধূমপান করে। এ সময় পাশে থাকা সহপাঠীরা ভিডিও করে যোগাযোগ মাধ্যম ছেড়ে দিলে শিক্ষকদের নজরে আসে। তারা অভিভাবকদের জানান।

সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান জানান, রমজান মাসে স্কুল বন্ধ থাকায় এ বিষয়ে কোন ব্যবস্থা নেওয়া যায়নি। বৃহস্পতিবার অভিভাবকদের ডেকে এনে মৌখিকভাবে শিক্ষার্থীদের স্কুলে না আসার জন্য নির্দেশ দেয় কর্তৃপক্ষ। বিষয়টি শোনার পর অন্যান্য শিক্ষার্থীরা আজ শনিবার (১৪ মে) স্কুলে এসে জড়ো হলেও কেউ বিক্ষোভ করেনি।

গাজীপুর জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা বলেন, বিষয়টি শুনেছি। প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে সোমবার এই বিষয়ে কথা বলবো।

টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ আলম বলেন, ধূমপানের ভিডিওটি ছড়িয়ে পড়ার বিষয়টি আমার জানা নেই। কেউ লিখিত অভিযোগ করলে বিষয়টি খতিয়ে দেখা হবে।


সর্বশেষ সংবাদ