মডেল বারিশের অভিযোগে ‘বদমেজাজ’ পেজের অ্যাডমিন কবির গ্রেফতার

উপস্থাপিকা, নৃত্যশিল্পী ও র‍্যাম্প মডেল বারিশ হক ও মো. কবির হোসেন
উপস্থাপিকা, নৃত্যশিল্পী ও র‍্যাম্প মডেল বারিশ হক ও মো. কবির হোসেন  © সংগৃহীত

মডেলকে নিয়ে নোংরা ও কুরুচিপূর্ণ ট্রল করার অভিযোগে মো. কবির হোসেন (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন। উপস্থাপিকা, নৃত্যশিল্পী ও র‍্যাম্প মডেল বারিশ হকের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। কবির ‘বদমেজাজ’ নামে একটি পেজের অ্যাডমিন।

জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি নোংরা ও কুরুচিপূর্ণ ট্রলের শিকার হয়েছেন বারিশ হক। এর ভিত্তিতে গত সোমবার (৯ মে) অভিযোগ করেন তিনি। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে ২৪ ঘণ্টার মধ্যে ওই যুবককে গ্রেফতার করা হয়।

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ফেসবুক পেজে ওই যুবকের ছবিসহ পোস্ট দিয়ে জানানো হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীলতা ছড়ানোয় তাকে গ্রেফতার হয়েছে।

আরো পড়ুন: চিরকুট লিখে শিক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতা বেড়েছে

এতে আরও বলা হয়, অনেক দিন ধরে কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে মিমস, ট্রল ও রোস্টের নামে অশ্লীলতার মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে হয়রানি করছে। ‘বদমেজাজ’ নামে পেজ থেকে এ রকম পাবলিক নুইসেন্স সৃষ্টি করলে ভুক্তভোগী অভিযোগ করে হয়। এরপর অভিযুক্ত কবির হোসেনকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে দক্ষিণ খান থানায় মামলা হয়েছে বলেও জানানো হয়।


সর্বশেষ সংবাদ