মোটরসাইকেল থেকে ছিটকে পড়ার পর গাড়ি পিষে দিল ছাত্রকে

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় এক ছাত্র নিহত হয়েছে
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় এক ছাত্র নিহত হয়েছে  © প্রতীকী ছবি

কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় সাব্বির হোসেন (১৩) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে এ দুর্ঘটনার শিকার হয় সে। এ ঘটনায় মোটরসাইকেলচালক আল-আমিন (১৬) আহত হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা গেট এলাকায় সোমবার (৯ মে) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

সাব্বির শরীয়তপুর সদর উপজেলার নাওডোবা গ্রামের আবুল হোসেনের ছেলে। সে ঢাকার একটি মাদ্রাসা থেকে কোরআনে হাফেজ হয়েছে। আর আহত আল-আমিন কুমিল্লা কোতয়ালী থানার কাবিলা-কৃষ্ণপুর গ্রামের আবু তালেবের ছেলে। সে একটি বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। তারা সম্পর্কে খালাতো ভাই।

আরো পড়ুন: পাইপ দিয়ে শিক্ষার্থী পেটানোর দায়ে আটক কলেজ অধ্যক্ষ

আহত আল-আমিন জানায়, সাব্বির ঈদের পর আমাদের বাড়িতে বেড়াতে আসে। সোমবার রাতে আমরা মোটরসাইকেলে মাধাইয়া আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলাম। পথে চান্দিনা উপজেলা গেট এলাকায় একটি প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে দুজন দুদিকে ছিটকে পড়ি। এ সময় পেছন থেকে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মাসুদ আলম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে গাড়িটিকে জব্দ করা সম্ভব হয়নি।  


সর্বশেষ সংবাদ