১৫ এপ্রিল ২০২২, ০৯:৩৭

শিশু তাসপিয়া হত্যা মামলায় ১৭ আসামি, গ্রেপ্তার ৩

জান্নাতুল ফেরদাউস তাসপিয়া  © সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাবার কোলে গুলিতে চার বছর বয়সী শিশু জান্নাতুল ফেরদাউস তাসপিয়া হত্যায় থানায় মামলা হয়েছে। নিহত তাসপিয়া আক্তার জান্নাতের খালু হুমায়ুন কবির বাদী বৃহস্পতিবার দুপুরে মামলাটি দায়ের করেন।

পুলিশ জানিয়েছে মামলায় ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ১০-১২ জনকে আসামি করা হয়। ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত বুধবার বেগমগঞ্জ উপজেলার পূর্ব হাজীপুর গ্রামে দুর্বৃত্তের গুলিতে তাসপিয়া আক্তার জান্নাত (৪) নিহত হয়; আহত হন তার সৌদি আরব প্রবাসী বাবা আবু জাহের।

বেগমগঞ্জ মডেল থানার ওসি মীর জাহিদুল হক রনি জানান, মামলার এজাহারে পার্শ্ববর্তী দুর্গাপুর ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের রিমন, মহিন, রহিম, আকবর, সুজনসহ ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন: দুর্বৃত্তের গুলিতে নিহত শিশু তাসপিয়ার মরদেহ নিয়ে বিক্ষোভ

এদিকে গুলিতে নিহত জান্নাতুল ফেরদাউস তাসপিয়ার (৪) মরদেহ নিয়ে বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ মিছিল করেছেন স্বজনরা। এদিন বেগমগঞ্জ মডেল থানার সামনের সড়কে খুনিদের ফাঁসির দাবিতে এ বিক্ষোভ মিছিল করা হয়।

নিহতের স্বজনরা ক্ষোভ প্রকাশ করে বলেন, খুনিরা এর আগেও প্রকাশ্যে এলাকায় সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিল। মাত্র চার বছর বয়সের শিশু তাসপিয়াকে গুলি করতে এদের হাত কাঁপলো না। এদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দড়িতে ঝুলানোর দাবি জানান স্বজনরা।