দুই যুবকের তর্ক থেকে গোলাগুলি, আহত অর্ধশত
সিলেটে তুচ্ছ ঘটনায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত অর্ধশত মানুষ আহত হয়েছেন। বুধবার (৬ এপ্রিল) রাত ৮টার দিকে ছড়ারপার ও মাছিমপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের বাড়িসহ কয়েকটি স্থাপনায় ভাংচুর চালানো হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নগরের ছড়ারপার এলাকায় গত সোমবার দুই যুবকের মধ্যে কথা-কাটাকাটি হয়। বিষয়টি মীমাংসার দায়িত্ব নেন দুই কাউন্সিলর। এরইমধ্যে বুধবার রাতে মাছিমপুর এলাকার একদল মানুষ ছড়ারপাড়ে এসে হামলা চালায়। এসময় তাঁরা সাবেক মেয়র বদরউদ্দিনের বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে জানালা ও গাড়ি ভাঙচুর করে। এরপর সংঘর্ষ ও গোলাগুলি হয়।
আরো পড়ুন: পুলিশের সেই কর্মকর্তাকে রংপুরে বদলি
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ এর সত্যতা নিশ্চিত করে জানান, বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোলাগুলির বিষয়টি তদন্ত করা হচ্ছে।
এ ঘটনার পর থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকায়। পরিস্থিতি মোকাবিলায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে ওই এলাকায়।