০৬ এপ্রিল ২০২২, ০৭:২১

প্রকাশ্যে স্কুলছাত্রীকে টানাহেঁচড়া, যুবকের কারাদণ্ড

রামগঞ্জে প্রকাশ্যে স্কুলছাত্রীকে টানাহেঁচড়া করায় এক যুবকের কারাদণ্ড দেওয়া হয়েছে  © প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের রামগঞ্জে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে এক স্কুলছাত্রীকে প্রকাশ্যে টানাহেঁচড়া ও ইভটিজিং করার ঘটনায় হাবিবুর রহমান (২৫) নামের এক যুবককে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর আগে তাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (৫ এপ্রিল) রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপ্তি চাকমা এই দন্ডাদেশ দেন।

পুলিশ জানায়, বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে ওই স্কুলছাত্রীর গতিরোধ করে টানাহেঁচড়া করলে হাবিবুর রহমানকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে দেয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৩ মাসের কারাদন্ড দেন।

আরো পড়ুন: আত্মঘাতী দুই বান্ধবীর সুইসাইড নোটে লেখা শেষ ইচ্ছা

ইউএনও তাপ্তি চাকমা বলেন, হাবিবুর বিভিন্ন সময়ে উত্যক্ত করতো স্কুলছাত্রীকে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতকে  সাজা দেওয়া হয়েছে।