মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার আগেই মিলল লিথির ঝুলন্ত লাশ

লিথি মণ্ডলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে
লিথি মণ্ডলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে  © সংগৃহীত

শুক্রবার অনুষ্ঠিত মেডিকেলে ভর্তি পরীক্ষায় বসরার কথা ছিল লিথি মণ্ডলের। তবে তার আর পরীক্ষা দেওয়া হয়নি। এর আগেই পাওয়া গেছে তার ঝুলন্ত মরদেহ। রাজধানীর তেজগাঁও এলাকার মনিপুরি পাড়ায় নিজেদের ভাগা বাসায় গলায় ফাঁস দিয়ে লিথি ‘আত্মহত্যা’ করেছে বলে জানায় তার পরিবার।

লিথির বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলার পাকুরিতা গ্রামে। তার বাবা সুভাংশু মণ্ডল। তিনি বলেন, মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য তিন মাস আগে মনিপুরি পাড়ার দুটি রুম ভাড়া নেন তারা। সেখানেই পড়াশোনা করছিলেন লিথি।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তিনি বাড়ির বাইরে যান ডিম আনতে। পরে ফিরে দেখেন, লিথি ফ্যানের সঙ্গে ওড়নায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানান সুভাংশু মণ্ডল।

আরো পড়ুন: মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে মৌ জানল, বড় বোন আর নেই

লিথির মামা কালাচাঁদ মজুমদার জানা, শুক্রবার (১ এপ্রিল) লিথির মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার কথা ছিল। তবে প্রস্তুতি ভালো নয় বলে মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে অনিহা ছিল তার। পরিবারের লোকজন এজন্য চাপ দিলে লিথি আত্মহত্যা করেন। লিথির গ্রামের বাড়িতে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।

এ ঘটনায় তেজগাঁও থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।


সর্বশেষ সংবাদ