তাহেরীর মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ
সিলেটে ইসলামি বক্তা গিয়াস উদ্দিন তাহেরীর দায়ের করা মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩১ মার্চ) সিলেট বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের (জেলা ও দায়রা জজ) বিচারক মো. আবুল কাশেম এ নির্দেশ দেন।
এর আগে, গত বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে আদালতে হাজির হয়ে মামলার আবেদন করেন তাহেরী। এতে ১৫ জনকে আসামি করা হয়।
উল্লেখ্য, অগ্রিম টাকা নিয়ে সিলেটের বালাগঞ্জে একটি মাহফিলে না আসার অভিযোগ ওঠেছিলো সময়ের আলোচিত ইসলামি বক্তা গিয়াস উদ্দিন তাহেরীর বিরুদ্ধে। মাহফিল আয়োজক কমিটির অভিযোগ ছিল নিজের ব্যক্তিগত সহকারীর মাধ্যমে অগ্রিম ৩৩ হাজার টাকা নিয়ে মাহফিলে আসেননি তিনি।
আরও পড়ুন: পুলিশি নজরদারিতে বিচলিত নই- বললেন তাহেরী
সেই অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন তিনি। অবশেষে তা প্রমাণ করতে সিলেটের আদালতের দারস্থ হয়েছিলেন তাহেরি। তিনি সিলেটের আদালতে এসে একটি মামলা দায়েরের আবেদন করেছিলেন।
গত, বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুর ১২টার দিকে তিনি সিলেট আসেন এবং সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলার আবেদন করেন।
এসময় সিলেটের আদালত প্রাঙ্গণে উপস্থিত হয়ে সাংবাদিকদের তিনি বলেছিলেন, আমি বালাগঞ্জের মাহফিলের কোনো দাওয়াত পাইনি। জানি-ই না কে বা কারা আমার নাম করে টাকা নিয়েছে।
তিনি আরও বলেছেন, আমার নামে মিথ্যাচার করা হয়েছে। তাই আমি আদালতে মামলা দায়ের করতে এসেছি। বিভিন্ন ফেসবুক লাইভে আমাকে গালিগালাজ করা হয়েছে এবং আমার নামে টাকা নেওয়ার অপবাদ দেওয়া হয়েছে। তাই বাধ্য হয়ে মামলা দায়ের করছি।