এসআই পরিচয়ে গিয়েছিলেন পাত্রী দেখতে, ধরে নিয়ে গেল পুলিশ
চুয়াডাঙ্গায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পরিচয়ে গিয়েছিলেন বিয়ের জন্য পাত্রী দেখতে। তবে শেষ রক্ষা হয়নি। সোহেল রানা (২৪) নামে ওই যুবককে ধরে থানায় নিয়ে গেছে পুলিশ। চুয়াডাঙ্গা পৌর এলাকার শেখ পাড়ায় মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
সোহেল রানা কুষ্টিয়ার মিরপুরের আমবাড়িয়া গ্রামের আজিবার মন্ডলের ছেলে। এর আগেও পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার হয়েছিলেন তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার শেখ পাড়ায় এসআই পরিচয় দিয়ে পাত্রী দেখতে যান সোহেল। তবে তার কথাবার্তায় সন্দেহ হয় ওই পাত্রীর পরিবারের সদস্যদের। জিজ্ঞাসাবাদে তিনি যশোরের মনিরামপুর থানায় কর্মরত বলে জানান। বিষয়টি নিশ্চিত হতে ওই থানায় যোগাযোগ করা হয়।
আরো পড়ুন: প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় ওসির মেয়েকে মারধর
পরে জানা যায় সোহেল প্রতারক। ওই বাড়ি থেকে পরে সোহেলকে আটক করে পুলিশ। এ সময় পুলিশের পোশাক ও চুরি করে আনা মোটরসাইকেলও জব্দ করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ বলেন, সোহেল রানার বিরুদ্ধে প্রতারণা ও চুরির মামলা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।