ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলার রায় ঘোষণা আজ

ব্লগার ও বিজ্ঞান লেখক অনন্ত বিজয় দাশ
ব্লগার ও বিজ্ঞান লেখক অনন্ত বিজয় দাশ  © ফাইল ফটো

ব্লগার ও বিজ্ঞান লেখক অনন্ত বিজয় দাশ হত্যা মামলার রায় ঘোষণা করা হতে পারে আজ বুধবার। গত ১৪ মার্চ রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করেন আদালত। সিলেটের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমীন বিপ্লব এ রায় ঘোষণা করবেন।

২০১৫ সালের ১২ মে সিলেটের সুবিদবাজারের নুরানী আবাসিক এলাকার বাসার কাছাকাছি রাস্তায় দিনদুপুরে অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যা করা হয়। এর দায় স্বীকার করে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার বাংলা টিম। পরে বিজয়ের বড় ভাই রতেশ্বর দাশ বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করা হয়।

আরো পড়ুন: দুই মেয়ের সামনে মায়ের মৃত্যু, কে কাকে সান্ত্বনা দেবে?

পরে সিআইডির পরিদর্শক আরমান আলী ২০১৭ সালের ৯ মে ছয়জনের নাম উল্লেখ করে আদালতে সম্পূরক অভিযোগপত্র দেন। আসামিরা হলেন শফিউর রহমান ফারাবী, আবুল খায়ের রশীদ আহমেদ, মান্নান ইয়াহইয়া ওরফে মান্নান রাহী, আবুল হোসেন ওরফে আবুল হুসাইন, ফয়সল আহমদ ও হারুনুর রশীদ।

এর মধ্যে ফারাবী ও আবুল খায়ের কারাগারে রয়েছেন। অপর আসামি রাহী কারাগারে মারা যান। বাকি তিনজন পলাতক রয়েছেন।


সর্বশেষ সংবাদ