ঢাবি ছাত্র আশিককে ছাড়ার সময় ডিবি বলেছে, ‘খুব ভালো ছেলে’
রাজধানীর আজিমপুরের ভাড়া বাসা থেকে তুলে নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আশিকুর রহমানকে ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে ওই ছাত্রকে তাঁর বাবা ও নিজ বিভাগের চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেন ডিবি কর্মকর্তারা। এ সময় ওই ছাত্রকে ‘খুব ভালো ছেলে’ বলে উল্লেখ করেন তাঁরা।
গত শনিবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশিককে তুলে নেওয়ার অভিযোগ ওঠে। পরে তাঁর সন্ধান ও মুক্তি দাবি করে রোববার রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করেন বাবা, শিক্ষক, সহপাঠী ও অন্য শিক্ষার্থীরা।সন্ধ্যায় ডিবি কার্যালয়ে যান আশিকুরের বাবা সিরাজুল ইসলাম ও বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ রুহুল আমিন।
পরে অধ্যাপক রুহুল আমিন গণমাধ্যমকে বলেন, ‘আশিকের সঙ্গে কথা বলতে চেয়েছিল ডিবি। সে যে এলাকায় থাকে, সেখানে কোনো বিষয় বা গুরুত্বপূর্ণ কিছু থাকতে পারে। তাঁর সঙ্গে ভালো ব্যবহার করা হয়েছে। ডিবি বলেছে, আশিকুর খুব ভালো ছেলে। ডিবি শুধু কথা বলতে চেয়েছে। কিন্তু ক্যাম্পাসে ভুল খবর ছড়িয়েছে।’
তবে এ বিষয়ে আশিকুর ও তাঁর বাবার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। যদিও রবিবার বিকেলে আশিকুরের বাবা বলেন, তিনি একটি বেসরকারি উচ্চবিদ্যালয়ে সহকারী শিক্ষক। আরও এক মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। গ্রামের বাড়ি সিরাজগঞ্জে।
আরো পড়ুন: ঢাবি ছাত্র আশিককে ছেড়ে দিয়েছে ডিবি
সিরাজুল ইসলাম তখন বলেন, ‘রোববার সকালে জানতে পারি, ডিবির পরিচয়ে আশিকুরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনা শুনে সরাসরি বিশ্ববিদ্যালয়ে এসেছি। এ ঘটনায় শাহবাগ ও লালবাগ থানায় জিডি করতে গিয়েছিলাম। কিন্তু পুলিশ জিডি নেয়নি। তারা আমার ছেলেকে তুলে নিয়েছে কি না, তা নিশ্চিত হতে বলেছে।’
আশিকুর রহমানের সঙ্গে একই বাসায় থাকেন তার বন্ধু মুহসিন। তিনি বলেন, ‘আমি আর আশিক একই বাসায় থাকি। আমাদের পাশের বাসা থেকে হিজবুত তাহরিরের কয়েকজনকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। একইসঙ্গে আশিকুরকেও তারা নিয়ে যান।’
মুহসিন আরো বলেন, ‘আশিকুরকে নিয়ে যাওয়ার ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জানতে চাইলে তারা বলেন, আশিকুরকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হবে।’