উপহারের বক্সে কাফনের কাপড়
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় একটি বক্সে উপহার হিসেবে কাফনের কাপড় পাঠানো হয়েছে। এ কাফনের কাপড় পাঠিয়ে একটি মসজিদের ইমামকে হত্যার হুমকি দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, বুধবার উপজেলার নারান্দিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নারান্দিয়া বাজার মসজিদের পেশ ইমাম ও মাদরাসার সুপার মো. ওসমান গণি (৫৮) কালীহাতি থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। মো. ওসমান গণি মধুপুর উপজেলার মেহাবী গ্রামের মরহুম আব্দুল কাদেরের ছেলে।
আরও পড়ুন : বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী অনুষ্ঠানের নামে যাত্রা ও অশ্লীল নাচ
সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, বুধবার সকালে অজ্ঞাতনামা এক ব্যক্তি মাদরাসাটির এক ছাত্রের নিকটে ইমামের জন্য একটি উপহারের বক্স রেখে যান। পরবর্তীতে বক্সটি খুলে বক্সের ভেতরে কাফনের কাপড় ও হত্যার হুমকি দেওয়া একটি চিঠি পাওয়া গেছে।
এ ব্যাপারে ইমাম ওসমান গণি জানান, এ বিষয়ে আমি কালিহাতী থানায় সাধারণ ডায়েরি করেছি। এ ঘটনায় আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান জানান, সাধারণ ডায়েরি পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো যাবে।