শবে বরাতের রাতে তবারক নিয়ে বিরোধে ছুরিকাঘাতে যুবক খুন
কুমিল্লায় শবে বরাতের রাতে তবারক বিতরণ নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে মাসুক মিয়া (২৮) নামের একজন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তার বড়ভাই জালাল। রোববার (২০ মার্চ) রাত ৮টার দিকে সদর উপজেলার মাঝিগাছা গ্রামে এই ঘটনা ঘটে। মাসুক মিয়া একই গ্রামের ফরিদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার শবে বরাতের রাতে মসজিদে তবারক বিতরণ নিয়ে মাসুকের সঙ্গে প্রতিবেশী নাসিরের বিরোধ হয়। এ নিয়ে রোববার রাতে উভয়ের মধ্যে ফের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ৫-৬ জন যুবক মাসুককে মারধর করে ও ছুরিকাঘাত করে।
এতে গুরুতর আহত হন মাসুক। ছোটভাইকে রক্ষা করতে এসে বড় ভাই জালালও আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নিয়ে গেলে মাসুককে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন: নারায়ণগঞ্জে স্কুলছাত্র ইমন হত্যায় চারজনের ফাঁসি
এ ঘটনার পর এলাকার বাসিন্দারা নাসির ও তার সহযোগীদের গণপিটুনি দিয়ে হাসপাতালে ভর্তি করেন।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর এ তথ্য নিশ্চিত করে বলেন, হাসপাতালে থেকে নিহত মাসুকের লাশ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।