ঠিকমতো পড়াশোনা না করায় মায়ের বকুনি, অভিমানে স্কুলছাত্রীর আত্মহত্যা

ঢামেক মর্গ
ঢামেক মর্গ  © ফাইল ফটো

রাজধানীর কামরাঙ্গীরচর থানার পশ্চিম রসূলপুর বাগানবাড়ি এলাকায় মায়ের বকাঝকায় অভিমান করে জুলি আক্তার (১৬) নামের এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (১৯ মার্চ) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।

কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শিহাবুল ইসলাম বলেন, খবর পেয়ে পশ্চিম রসুলপুর বাগানবাড়ি এলাকার হানিফ সাহেবের বাসার চতুর্থ তলা থেকে মরদেহ উদ্ধার করি। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য আজ সকাল আটটার দিকে ঢামেক মর্গে পাঠানো হয়।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে স্থানীয়রা জানিয়েছেন লেখাপড়া ঠিকমতো না করায় মা বকাঝকা করলে অভিমানে ওই ছাত্রী আত্মহত্যা করেছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে।

নিহতের বাবা জুলহাস মিয়া বলেন, আমার মেয়ে স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণির ছাত্রী। ঠিকমতো পড়াশোনা করত না। এ নিয়ে তার মা বকাঝকা করলে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

তিনি আরও বলেন, বর্তমানে আমরা কামরাঙ্গী থানার রসুলপুর এলাকার হানিফ সাহেবের বাড়ির ভাড়াটিয়া। আমাদের গ্রামের বাড়ি ঢাকা জেলার দোহারের মালিকান্দা গ্রামে।


সর্বশেষ সংবাদ