যুবলীগ নেতাকে মারধর, কারাগারে ছাত্রলীগ সভাপতি-সম্পাদক

গোলদার ও আল আমিন
গোলদার ও আল আমিন  © সংগৃহীত

বরগুনার বামনায় যুবলীগের সাবেক সাধারণ সম্পাদককে মারধর মামলায় উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বরগুনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাসেল মজুমদার এ আদেশ দেন।

আসামিরা হলেন- বামনা উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার গোলদার ও সাধারণ সম্পাদক আল আমিন হোসেন জনী।

আরও পড়ুন: ছাত্রলীগ নেতাকে না জানিয়ে হলে ওঠায় শিক্ষার্থীকে মারধর

আদালত সূত্রে জানা গেছে, গত ২২ মার্চ ২১ইং ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও মারধরের ঘটনা ঘটে। এ সময় তৎকালীন বামনা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তারিকুজ্জামান সোহাগ গুরুতর আহত হন।

এ ঘটনায় তারিকুজ্জামান সোহাগ বাদী হয়ে ১৩ জনকে আসামি করে আদালতে একটি মামলা করেন। এ সময় ১৩ আসামির মধ্যে আদালত ১১ জনের জামিন মঞ্জুর করেন। বাকি অভিযুক্ত প্রধান দুই আসামির জামিন নামঞ্জুর করে আজ তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।


সর্বশেষ সংবাদ