১৩ ফেব্রুয়ারি ২০২২, ২১:৩৪

রাজধানীতে পরিবারের সঙ্গে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রতীকী   © টিডিসি ফটো

রাজধানীর মুগদায় মিম নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) সে আত্মহত্যা করে। খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

মৃতের কাকা মোহাম্মদ শহীদ জানান, মিম মানিকনগরের একটি স্কুলে নবম শ্রেণিতে পড়তো। একমাস ধরে বাবা-মায়ের সঙ্গে তার অভিমান চলছিল। শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বিষ পান করে সে অসুস্থ হয়ে পড়ে।

পরে সেখান থেকে তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকালে সে মারা যায়।

আরও পড়ুন: জিপিএ-৫ প্রাপ্তিতে নতুন ইতিহাস

ঘটনার সত্যতা নিশ্চিত করেন মুগদা থানার উপ-পরিদর্শক এসআই ফেরদৌসী আক্তার। তিনি বলেন, প্রাথমিকভাবে জানা যায় বাবা মায়ের ওপর অভিমান করেই বিষ পান করেছে সে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

তিনি আরও বলেন, খবর পেয়ে গতকাল শনিবার মুগদা জেনারেল হাসপাতাল থেকে রাত পৌনে ৯টায় তার মৃতদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।