০৯ ফেব্রুয়ারি ২০২২, ১১:১৯

স্কুলের ভেতর গাঁজা সেবন, সাংবাদিক-দপ্তরিসহ আটক ৩

সুন্দরগঞ্জ থানা   © টিডিসি ফটো

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টোররুমে গাঁজা সেবনের সময় সাংবাদিক ও দপ্তরি কাম প্রহরীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৌরশহরের সুব্দরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা সেবনের অপরাধে তিনজনকে আটক করা হয়েছে বলে সুন্দরগঞ্জ থানা সূত্রে জানা গেছে।

আটককৃতরা হলেন, রংপুর থেকে প্রকাশিত দৈনিক প্রথম খবর পত্রিকার প্রতিনিধি, উপজেলা প্রেসক্লাবের সদস্য ও পৌরসভার বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল বারিক মজুমদারের ছেলে মোঃ আলাউদ্দিন মজুমদার শাহীন, সুন্দরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দপ্তরি কাম প্রহরী ও পৌরসভার ৩নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা মৃত কামাল হোসেন সরদারের ছেলে মোঃ সুমন সরদার এবং সোনারায় ইউনিয়নের পশ্চিম বৈদ্যনাথ গ্রামের মোঃ সালাম মিয়ার ছেলে মোঃ জাহেদুল ইসলাম।

আটকের বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তৌহিদুজ্জামান জানান, গাঁজা সেবনের সরঞ্জাম (কলকি) ও  স্টিকসহ (গাঁজার সিগারেট) তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতদের তাৎক্ষণিক মেডিকেল পরীক্ষা করে মাদক সেবনের প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।