স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে পর্নোগ্রাফি বিক্রি করতেন তারা

গ্রেফতারকৃত ব্যক্তিরা
গ্রেফতারকৃত ব্যক্তিরা  © ফাইল ফটো

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পর্নোগ্রাফি সংরক্ষণ ও অর্থের বিনিময়ে তা বিক্রির অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় ছয়টি হার্ডডিস্ক ও পাঁচটি কম্পিউটার জব্দ করা হয়।

বুধবার (২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার শ্যামপুর ইউনিয়নের চামাবাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাহাদুর মোড়লতলার তাসিকুল ইসলামের ছেলে রাজিব (২৪), একই ইউনিয়নের শ্যামপুর টিকস গ্রামের মজিবুর রহমানের ছেলে মোজাম্মেল হক (২২), শিবপুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে মিলন রেজা (২৪), ওমরপুর গ্রামের সাদিকুল ইসলামের ছেলে রেজাউল করিম (২৬) ও শরৎনগর এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে শাহাদাত হোসেন (২৫)।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্প থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, গ্রেফতার ব্যক্তিরা ব্যবসার আড়ালে কম্পিউটারে পর্নোগ্রাফি সংরক্ষণ করতেন। পরে এগুলো স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

 


সর্বশেষ সংবাদ