চট্টগ্রামে মাদ্রাসা শিক্ষিকাকে ধর্ষণে অধ্যক্ষের যাবজ্জীবন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৩৫ PM , আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৪২ PM
চট্টগ্রামে মাদ্রাসার এক সহকারী শিক্ষিকাকে নিজ কক্ষে নিয়ে ধর্ষণের দায়ে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাওলানা নিজাম উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জামিউল হায়দার এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত মাওলানা নিজাম উদ্দিন সাতকানিয়া উপজেলার উত্তর ডেমশা এলাকার উম্মুল কুরা দাখিল মাদরাসার অধ্যক্ষ ছিলেন।
আরও পড়ুন: বাড়তে পারে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি
রাষ্ট্রপক্ষের আইনজীবী নিখিল কুমার নাথ রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামির বিরুদ্ধে সন্দেহাতীতভাবে ধর্ষণের অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ঘটনার পর আসামি গ্রেপ্তার হলেও পরে জামিনে গিয়ে পলাতক হন।
আদালতের নথি থেকে জানা যায়, ২০১৬ সালের ৩ জানুয়ারি প্রতিদিনের মতো ক্লাস শেষ করে বাড়ি যেতে চাইলে ওই সহকারী শিক্ষিকাকে কাজ আছে বলে কৌশলে আটকে রাখেন মাদ্রাসার অধ্যক্ষ। এক পর্যায়ে মাদ্রাসার দ্বিতীয় তলার নিজ কক্ষে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেন মাওলানা নিজাম উদ্দিন।
আরও পড়ুন: খাবারের বিনিময়ে টিউশনি করাতে চাওয়া সেই যুবককে খুঁজছে পুলিশ
এ ঘটনায় একই বছরের ২৬ সেপ্টেম্বর ভিকটিম নিজে বাদী হয়ে অধ্যক্ষের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে পরের বছরের ৮ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করে পিবিআই। এক পর্যায়ে ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি আসামি মাওলানা নিজাম উদ্দিনের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ হয়। বিচার চলাকালে ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত রায় ঘোষণা করেন।