১৪ লাখ টাকায় প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ দিতেন তিনি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২২, ০৪:৫৩ PM , আপডেট: ২৯ জানুয়ারি ২০২২, ০৪:৫৩ PM
সহকারী শিক্ষক পদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পাইয়ে দিতেন বাবুল হোসেন বাবু (৪১) নামে এক ব্যক্তি। এ নিয়ে এক চাকরিপ্রার্থীর কাছ থেকে ১০ লাখ টাকা হাতিয়েও নিয়েছেন তিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি। প্রতারণার অভিযোগে আজ শনিবার (২৯ জানুয়ারি) সকালে তাকে গ্রেফতার করেছে র্যাব-৫।
গ্রেফতার বাবুল হোসেন বাবু রাজশাহীর বাগমারা উপজেলার বড়সগুনা এলাকার মৃত সদর উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে বাগমারা থানায় মামলা হয়েছে।
র্যাব জানিয়েছে, নিয়োগ পাইয়ে দেওয়ার শর্তে তারিফ রব্বানী নামে এক চাকরি প্রত্যাশীর সঙ্গে বাবুল হোসেন ১৪ লাখ টাকা চুক্তি করেন। এর মধ্যে ব্যাংক চেক ও নগদে ১০ লাখ টাকা হাতিয়ে নেন তিনি।
এছাড়া প্রাথমিক বিদ্যালয়ে পিয়ন পদে নিয়োগে রবিউল ইসলাম নামে আরেক চাকরি প্রত্যাশির কাছ থেকে ৯ লাখ ৬৮ হাজার টাকা হাতিয়ে নেন।
ওই সময় রবিউলকে সেনাবাহিনীর অফিস সহায়ক পদে ভুয়া নিয়োগপত্র দিয়েছিলেন এই প্রতারক। অভিযোগ পেয়ে র্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল তাকে গ্রেফতার করে।
র্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতার বাবুল হোসেন প্রতারণ মাধ্যমে অর্থ আত্মসাতের কথা স্বীকার করেন। পরে তার বিরুদ্ধে বাগমারা থানায় মামলা দায়ের করা হয়।