২৭ জানুয়ারি ২০২২, ০৮:৫৩

ছুরিকাঘাতে স্কুলছাত্রের মৃত্যু

প্রতীকী ছবি  © ফাইল ছবি

কুষ্টিয়ার কুমারখালীতে ছুরিকাঘাতে স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) রাতে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহে এই ঘটনা ঘটে।

ওই শিক্ষার্থীর নাম দিদার (১৬)। সে শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামের হাজী হোসেন আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে বুধবার রাত ৯টার দিকে  স্কুলপড়ুয়া  ছাত্র দিদারকে দুর্বৃত্তরা এলোপাথাড়ি ছুরিকাঘাত করে হত্যা করেন। 

আরও পড়ুন: ঢাবির অসুস্থ শিক্ষার্থীকে গেস্টরুমে নির্যাতনের অভিযোগ

নিহতের পারিবারিক সূত্র জানায়, বেশ কিছুদিন থেকে দিদারের সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এলাকার কয়েকজন যুবকের বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে বুধবার রাতে শিলাইদহ বাজারে একটি কাঠের দোকানে বসে থাকা অবস্থায় কয়েকজন যুবক ছুরি নিয়ে তার ওপর চড়াও হয়ে এলোপাথাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে খবর পেয়ে কুমারখালী থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। 

আরও পড়ুন: ভিসিকে বহাল রেখে শিক্ষার্থীদের সঙ্গে বসবে মন্ত্রণালয়

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ এই ঘটনায় একজনকে আটক করেছে।