নিরাময় কেন্দ্রে মাদক আখড়া! টর্চার সেলে চলে যৌন নির্যাতন

আটককৃতরা
আটককৃতরা  © সংগৃহীত

গাজীপুরে একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে ২৮ জনকে উদ্ধার করেছে পুলিশ। চিকিৎসার নামে তাদের বন্দী করে রাখার হয়েছিল। এসময় নিরাময় কেন্দ্রের মালিক বাধনসহ পাঁচজনকে আটক করা হয়।

মঙ্গলবার (৪ জানুরায়ি) শহরের ভুরুলিয়ার ভাওয়াল মাদকাসক্ত নিরাময় ও পূনর্বাসন কেন্দ্র থেকে তাদের উদ্ধার করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় অভিযান সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালম খন্দকার আল মঈন।

তিনি বলেন, সুনির্দিষ্ট কিছু অভিযোগের প্রেক্ষিতে ভোর ৬টা থেকে ওই নিরাময় কেন্দ্রে অভিযান চালানো হয়। এটি মূলত নিরাময় কেন্দ্রের আড়ালে একটি টর্চার সেল। এখানে ২০ জন ভর্তির অনুমোদন থাকলেও রাখা হত অনেক বেশি মানুষকে। তাদের ঠিকমতো খেতে দেয়া হত না। ধোঁয়ামোছার কাজ করানো হত। বেডের পরিবর্তে গাদাগাদি করে মেঝেতে থাকতে দেয়া হত।

আরও পড়ুন: ওমিক্রন ঠেকাতে স্বাস্থ্য অধিদপ্তরের ১৫ নির্দেশনা

খন্দকার আল মঈন আরও জানান, এখানে চিকিৎসার নামে চালানো হত শারীরিক, মানসিক ও যৌন নির্যাতন। নির্যাতনের জন্য এখানে একটি আলাদা কক্ষ পাওয়া গেছে। এটি মূলত টর্চার সেল হিসেবে পরিচিত। আমরা এখান থেকে ৪২০ পিচ ইয়াবা উদ্ধার করেছি। প্রতিষ্ঠানটির মালিক নিজেও একজন মাদকাসক্ত। নিরাময় কেন্দ্রে ২৮ দিনের বেশি কারো থাকার কথা না। অথচ এখানে দুই/তিন বছর ধরেও অনেকে থাকেন।

অভিযানের পর উদ্ধারকৃতদের তাদের পরিবারের জিম্মায় পাঠানো হবে। এদের মধ্যে সাতজন নির্যাতনে অসুস্থ হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

 


সর্বশেষ সংবাদ