এইচএসসি পরীক্ষার্থীর মুখে এসিড নিক্ষেপ, গ্রেফতার ১
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ নভেম্বর ২০২১, ১২:০১ AM , আপডেট: ২২ নভেম্বর ২০২১, ১২:০১ AM
নাটোরে এক এইচএসসি পরীক্ষার্থীর মুখে এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ওই শিক্ষার্থীর পুরো মুখ ঝলছে গেছে। গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
রোববার (২১ নভেম্বর) বিকেলে নাটোরের ডাঙ্গাপাড়া বাজার সংলগ্ন রাস্তার পাশে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই শিক্ষা রাজশাহী সিটি কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষা দেবেন। বাড়িতে থেকেই তিনি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। স্থানীয় মনির নামে নামে এক যুবক প্রায়ই তাকে উত্যক্ত করত। ঘটনার দিন বিকেলে মনির ও তার দুই বন্ধু একটি মোটরসাইকেল যোগে এসে ওই ছাত্রীএ পথরোধ করে। এসময় মনির ভুক্তভোগী ছাত্রীর মুখে এসিড নিক্ষেপ করে।
পরে স্থানীয়রা ওই ছাত্রীকে উদ্ধার করে রাজশানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের বার্ন ইউনিটে তার চিকিৎসা চলছিল। তবে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়।
এ প্রসঙ্গে জানতে চাইলে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, ওই ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। এই ঘটনায় মনির নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।