কারিগরির নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার ২
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ নভেম্বর ২০২১, ১১:০৬ AM , আপডেট: ১৪ নভেম্বর ২০২১, ১১:২৪ AM
কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার অনুষ্ঠিত ওই পরীক্ষায় তেজগাঁওয়ের একটি কেন্দ্র থেকে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগ।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. আবির হাসান তাহা ও মো. হারুন অর রশিদ। তাদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও জোনাললের উপ-পুলিশ কমিশনার মো. শাহাদত হোসেন সুমা জানান, গত শুক্রবার সকালে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অফিস সহায়ক পদের পরীক্ষায় ঢাকা পলিটেক ইনস্টিটিউটের ১০৭ নম্বর কক্ষ থেকে জালিয়াতির অভিযোগে আবির হাসান তাহাকে গ্রেপ্তার করা হয়। একই দিন বিকেল ৩টায় থেকে একই সংস্থার আরেকটি নিয়োগ পরীক্ষায় জালিয়াতির সময় হারুন অর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে।