অতিরিক্ত ভাড়া আদায়, ২১৭ বাস থেকে ৫৭ হাজার টাকা জরিমানা

অতিরিক্ত ভাড়া আদায়, ২১৭ বাস থেকে ৫৭ হাজার টাকা জরিমানা
অতিরিক্ত ভাড়া আদায়, ২১৭ বাস থেকে ৫৭ হাজার টাকা জরিমানা  © ফাইল ছবি

ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ২১৭টি বাসে অভিযান চালিয়ে এক লাখ ৫৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বাসে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে এ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলামের পাশাপাশি অভিযানে অংশ নেয় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ। তিনি বলেন, ঢাকা শহরের বিআরটিএর পক্ষ থেকে ৮টি মোবাইল কোর্ট প্রতিদিন চলছে।

এনায়েত উল্যাহ বলেন, অভিযান আমরা যাত্রীদের বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ পাচ্ছি। যাদের বিরুদ্ধে অভিযোগ পাচ্ছি তাদের জরিমানা করা হচ্ছে। এরপরে যখন আরো অভিযোগ পাবো তাদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিআরটিএর পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বিআরটিএর পরিচালিত ১০ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ২১৭টি বাস ও মিনিবাসে অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে ১৮৭টি ডিজেল ও ৩৫টি সিএনজি চালিত বাস-মিনিবাসের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় মামলা করা হয়। এসব মামলার বিপরীতে আক লাখ ৫৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এনায়েত উল্যাহ আরও গণমাধ্যমকে বলেন, সিএনজি চালিত বাস বন্ধ করে দেওয়া সম্ভব নয়। তবে সিএনজির গাড়িতে কোনো অবস্থায় নতুন ভাড়া নিতে পারবে না। যাত্রীরা যাতে বুঝতে পারে কোনটা সিএনজি চালিত গাড়ি তার জন্য বাসে স্টিকার লাগিয়ে দেওয়া হচ্ছে।


সর্বশেষ সংবাদ