০৬ নভেম্বর ২০২১, ১৭:২৪

চাকরি না পেয়ে হতাশায় পলিটেকনিকের সাবেক শিক্ষার্থীর আত্মহত্যা

নিজের রুমে ফ্যানের সঙ্গে দড়ি ঝুলিয়ে আত্মহত্যা করে রাজীব  © প্রতীকী ছবি

রাজধানীর সবুজবাগের মায়াকাননে রাজীব চক্রবর্তী (৩২) নামে এক যুবকের গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ অক্টোবর) দিবাগত রাত ১টায় মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

চাকরি না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে সে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। তার পরিবার বলছে, পলিটেকনিক থেকে অটোমোবাইলে ডিপ্লোমা করে বেকার ছিল সে। একটি টিউশনি করছিল। করোনাকালে সেটাও বন্ধ হয়ে যাওয়ায় চাকরি চেষ্টা করছিল। চাকরি না পেয়ে হতাশায় সে আত্মহত্যা করতে পারে। 

সবুজবাগ থানার উপ-পরিদর্শক এসআই আবির দেবনাথ বলেন, বেকার থাকায় হতাশা ও দুশ্চিন্তায় নিজের ওপর অভিমান করে নিজের রুমে ফ্যানের সঙ্গে দড়ি ঝুলিয়ে আত্মহত্যা করে রাজীব। মৃতদেহ উদ্ধার করে শনিবার (৬ নভেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি।

মৃতের বড় ভাই রাজেশ চক্রবর্তী জানান, রাত সাড়ে ১০টার দিকে তাকে খাবার খেতে ডাকতে গেলে রুমের দরজা  বন্ধ পাওয়া যায়। দরজার ফাঁক দিয়ে দেখা যায় সে গলায় ফাঁস দিয়েছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।

তিনি আরও বলেন, রাজীব অটোমোবাইলে ডিপ্লোমা করেছিল। পার্টটাইম টিউশনি করতো। করোনাকালে সেটা বন্ধ হয়ে যাওয়ায় চাকরির জন্য চেষ্টা করছিল। বেকারত্বের হতাশায় আত্মহত্যা করতে পারে। এছাড়া অন্য কোনও কারণ নেই।