০৪ নভেম্বর ২০২১, ১১:০৬

তিন মামলায় একই কলেজের ২৩ শিক্ষক আসামি

গোদাগারী সরকারি কলেজ  © ফাইল ফটো

রাজশাহীর গোদাগাড়ী সরকারি কলেজের ২৩ শিক্ষকের বিরুদ্ধে তিনটি মামলা চলমান রয়েছে। গত তিন বছরে ওই শিক্ষকদের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। এতে করে কলেজটির পড়ালেখা ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।

কলেজ সূত্রে জানা গেছে, গোদাগারী সরকারি কলেজে শিক্ষক রয়েছেন ৫৯ জন। এরমধ্যে তিনটি মামলায় কলেজের ২৩ শিক্ষককে আসামি করা হয়েছে। কলেজের বরখাস্ত হওয়া অধ্যক্ষ এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষের দ্বন্দের কারণেই মামলাগুলো করা হয়েছে বলে ভুক্তভোগী শিক্ষকদের অভিযোগ।

নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের এক শিক্ষক জানান, এই কলেজের শিক্ষকদের বিরুদ্ধে খুব ছোট ছোট কারণে মামলা করা হয়। শিক্ষকরা সব সময় মামলা আতঙ্কে থাকেন। বিষয়টির সমাধান করা না গেলে পাঠদান ব্যাহত হবে।

জানতে চাইলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উমর উল হক জানান,  আমাদ বিরুদ্ধে যখন মামলা করা হয়েছে তখন আমি হাসপাতালে ছিলাম। নাম ভুলের কারণেও এখানে মামলা করা হয়। বরখাস্ত অধ্যক্ষই এগুলোর জন্য দায়ী।