০৩ নভেম্বর ২০২১, ২৩:৩৬

দুই শিক্ষিকাকে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষক বরখাস্ত

চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়  © ফাইল ছবি

মুন্সীগঞ্জ সদরের চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুই শিক্ষিকাকে যৌন হয়রানির অভিযোগে তাকে বরখাস্ত করা হয়। বুধবার (৩ নভেম্বর) প্রাথমিক শিক্ষা ঢাকা বিভাগের বিভাগীয় উপপরিচালক মো. ইফতেখার হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

এর আগে, গত ১১ অক্টোবর ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ওই দুই শিক্ষিকা।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ ভূঁইয়া জানান, অফিস আদেশ অনুযায়ী, নিজ বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষিকাকে যৌন হয়রানি ও অসদাচরণ করার অভিযোগে বিধি অনুযায়ী অভিযুক্ত হওয়ায় ৩ নভেম্বর থেকে প্রধান শিক্ষক নূর মোহাম্মদকে সাময়িক বরখাস্ত করা হলো।

তিনি জানান, একইসঙ্গে তাকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সংযুক্ত করা হয়েছে। সেখানে তিনি প্রতিদিন পৃথক হাজিরা খাতায় স্বাক্ষর দেবেন। বরখাস্তকালীন খোরাকি ভাতা পাবেন। তবে কোনো ছুটি পাবেন না।

তিনি আরও জানান, উপজেলা শিক্ষা অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নিয়ে গঠিত দুই সদস্যের এই তদন্ত কমিটির রিপোর্ট প্রদানে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান জানান, আমার কাছে অভিযোগ আসার পর তদন্ত কমিটি করে তদন্তের নির্দেশ দেই। তথ্য-প্রমাণের ভিত্তিতে উপজেলা শিক্ষা অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নিয়ে গঠিত দুই সদস্যের এই তদন্ত কমিটি চূড়ান্ত রিপোর্ট আজ (৩ নভেম্বর) সকালে প্রদান করে।

হামিদুর রহমান বলেন, প্রাপ্ত রিপোর্ট ঢাকায় সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর পর আজই প্রাথমিক শিক্ষা ঢাকা বিভাগের বিভাগীয় উপপরিচালক মো. ইফতেখার হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।