প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর স্ট্যাটাস দেয়া সেই শিক্ষক বরখাস্ত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ অক্টোবর ২০২১, ০৪:০২ PM , আপডেট: ২৫ অক্টোবর ২০২১, ০৭:৪১ PM
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর স্ট্যাটাস দেয়া প্রভাষক রুহুল আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার (২৫ অক্টোবর) হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং কাউন্সিলের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কলেজের অধ্যক্ষ মোছলেহ উদ্দিন খান জানান, রুহুল আমিনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পাওয়ার প্রেক্ষিতে কলেজের গভর্নিং কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে গত শনিবার অভিযুক্ত প্রভাষক রুহুল আমিনকে কিশোরগঞ্জ শহরের আখড়াবাজার এলাকা থেকে আটক করা হয়।
প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি দিয়ে আপত্তিকর স্ট্যাটাস দেয়া হয়। ওই পোস্টটি রুহুল আমিন তার নিজের ওয়ালে শেয়ার করেন। বিষয়টি ইউএনওর নজরে আসলে তিনি হোসেনপুর থানা পুলিশকে অবহিত করেন। পরে আমরা রুহুল আমিনকে আটক করা হয়।