ছাত্রীকে অপহরণের মামলায় শিক্ষক কারাগারে
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার নিজ স্কুলের নবম শ্রেণির ছাত্রীকে অপহরণ মামলায় বোরহান উদ্দিন (৩৮) নামে এক স্কুলশিক্ষককে কারাগারে পাঠিয়েছে আদালত। শুক্রবার (২২ অক্টোবর) অভিযুক্তকে কিশোরগঞ্জের আদালতে পাঠালে বিচারক এ আদেশ দেন।
গ্রেফতার শিক্ষক বোরহান উদ্দিন সদর উপজেলার বত্রিশ এলাকার আলতাফ উদ্দিনের ছেলে এবং চৌদ্দশত হাইস্কুলের ইংরেজি বিষয়ের শিক্ষক।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে পাকুন্দিয়া উপজেলার কোদালিয়া বাজার থেকে বোরহানকে গ্রেফতার করে তারা।
পুলিশ সূত্রে জানা গেছে, পাকুন্দিয়া উপজেলার নবম শ্রেণির ওই ছাত্রী গত ১১ অক্টোবর সন্ধ্যায় প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে গেলে একদল দুর্বৃত্ত তাকে জোরপূর্বক অপহরণ করে গাড়িতে তুলে নিয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রীর মামা পাকুন্দিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর পুলিশ তৎপরতা শুরু করলে ১৩ অক্টোবর রাতে পার্শ্ববর্তী পুলেরঘট বাজার এলাকায় তাকে ছেড়ে যায় অপহরণকারীরা। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
মেডিকেল পরীক্ষা করানো শেষে পরদিন ১৪ অক্টোবর তিনি কোর্টে ২২ ধারায় জবানবন্দি দেন। তখন ওই শিক্ষার্থী তার অপহরণ ঘটনার বিস্তারিত জানালে পাকুন্দিয়া থানায় একটি অপহরণ মামলা করা হয়। সেই মামলায় গ্রেফতার হলেন স্কুল শিক্ষক বোরহান। তবে অপহরণের কারণ সম্পর্কে কিছু জানায়নি পুলিশ।