বদরুন্নেসার সেই শিক্ষিকার বিরুদ্ধে মামলা করবে র‍্যাব

রুমা সরকার
রুমা সরকার  © ফাইল ফটো

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে আটক রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রুমা সরকারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে র‍্যাব। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হবে।

র‍্যাবের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক র‍্যাবের এক কর্মকর্তা জানান, বদরুন্নেসা মহিলা কলেজের শিক্ষক রুমা সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এজন্য সব আনুষ্ঠানিকতা শেষ করা হচ্ছে। রমনা থানায় মামলা করা হবে।

এর আগে গতকাল বুধবার বেইলি রোডের নিজ বাসা থেকে সহকারী অধ্যাপক রুমা সরকারকে আটক করে র‍্যাব।

ওইদিন এক সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, রুমা সরকার ফেসবুকে একটি পুরনো ভিডিও ছড়িয়ে দেন। যার সাথে সাম্প্রতিক কোনো ঘটনার সম্পর্ক নেই। এছাড়া তিনি ফেসবুক লাইভে এসে উস্কানিমূলক তথ্য ছড়িয়েছেন। যার ফলে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট হওয়ার আশঙ্কা ছিল।


সর্বশেষ সংবাদ