জোর করে স্কুলে পাঠানোয় ছাত্রের আত্মহত্যা
ইচ্ছার বিরুদ্ধে জোর করে স্কুলে পাঠানোয় অভিমান করে নওগাঁর মহাদেবপুরে গলায় ফাঁস দিয়ে আল আমিন (১৬) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। ওই স্কুলছাত্র উপজেলার খাজুর ইউনিয়নের খোর্দ জয়পুর গ্রামের অবির আলমের ছেলে ও মর্তুজাপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
রোববার (১০ অক্টোবর) সন্ধ্যায় মহাদেবপুর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
নিহতের পারিবার সূত্রে জানা গেছে, সকালে আল আমিনকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে স্কুলে পাঠায় তার অভিভাবকেরা। স্কুল ছুটির পরেও সে বাড়িতে ফিরে না আসায় তার বাবা তাকে খোঁজাখুঁজি শুরু করেন।
খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে স্কুলে যাবার মাঝপথে একটি পুরাতন পুকুর পাড়ে গাছের ডালের সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। পরে তার মরদেহ নামিয়ে থানা পুলিশে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে তার উদ্ধার করে নিয়ে আসে।
এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ সংবাদমাধ্যমকে বলেন, মরদেহ শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। সোমবার (১১ অক্টোবর) সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে।