নিখোঁজ ৪ মেয়েশিশুর দুইজন উদ্ধার

  © প্রতীকি ছবি

রাজধানীর মিরপুর থেকে নিখোঁজ হওয়া চার মেয়ে শিশুর মধ্যে দুই জনকে উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (৪ অক্টোবর) রাতে সদরঘাট এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

জানা যায়, গত ১ অক্টোবর বিকেলে মিরপুরের জনতা হাউজিংয়ের একটি বাসা থেকে নিখোঁজ হয় দুই শিশু। আর তার দুদিন আগে ২৯ সেপ্টেম্বর মিরপুরের আনসার ক্যাম্প এলাকা থেকে অপর দুই শিশু নিখোঁজ হয়। এ ঘটনায় নিখোঁজ চার শিশুর পরিবার মিরপুর থানায় সাধারণ ডায়েরি করেছে। 

পুলিশ জানিয়েছে, নিখোঁজ চার শিশুর মধ্যে মিরপুরের আনসার ক্যাম্প এলাকার নিখোঁজ দুইজনকে সদরঘাট এলাকা থেকে উদ্ধার করেছে তারা।

এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

নিখোঁজ চার শিশুর বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান জানান, মিরপুরের জনতা হাউজিং থেকে নিখোঁজ দুই শিশুর একজনের বয়স ১৪ এবং অপরজনের ১৩ বছর। এদের মধ্যে একটি মেয়ে একটি বেসরকারি স্কুলের শিক্ষার্থী। তার বাবা নেই। মা একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করেন। অপর শিশু ওই বাসারই গৃহকর্মী।

এ ঘটনায় নিখোঁজের পরদিন (২ অক্টোবর) থানায় একটি জিডি করেন ওই স্কুল শিক্ষার্থীর পরিবার। জিডিতে বলা হয়েছে, শুক্রবার বিকালে তারা বাসা থেকে বের হয়ে আর ফেরেনি।

অন্যদিকে মিরপুরের আনসার ক্যাম্প থেকে নিখোঁজের বিষয়ে ওসি মোস্তাজিরুর রহমান জানান, আনসার ক্যাম্প থেকে নিখোঁজ দুই শিশুর একজনের বয়স ১৩, আরেক জনের ১০ বছর। তারা দুজন পরস্পর প্রতিবেশী।

এরআগে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর পল্লবীর বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তিন কলেজছাত্রী। তাদের পরিবারের অভিযোগ, বাসা থেকে বের হওয়ার সময় তারা নগদ টাকা, স্বর্ণালংকার ও ফোন নিয়ে যায়। ঘটনার পাঁচ দিন পরও এখনো তাদের খোঁজ মেলেনি।

এ বিষয়ে পল্লবী জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) আরিফুল ইসলাম বলেন, নিখোঁজ তিন শিক্ষার্থী এখনো উদ্ধার হয়নি। তাদের উদ্ধারে অভিযান চলছে।  


সর্বশেষ সংবাদ