তিন ছাত্রীর খোঁজ মেলেনি, এবার নিখোঁজ আরও ৪ মেয়েশিশু
পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছে রাজধানীর মিরপুরের পল্লবী এলাকার তিন কলেজ শিক্ষার্থী। এবার সেই মিরপুরেই আরও চার মেয়েশিশু নিখোঁজের অভিযোগ পেয়েছে পুলিশ। তবে এরমধ্যে সোমবার (৪ অক্টোবর) রাতে দুই শিশুকে উদ্ধার করেছে বলে জানিয়েছে পুলিশ।
জানা যায়, গত ১ অক্টোবর বিকেলে মিরপুরের জনতা হাউজিংয়ের একটি বাসা থেকে নিখোঁজ হয় দুই শিশু। আর তার দুদিন আগে ২৯ সেপ্টেম্বর মিরপুরের আনসার ক্যাম্প এলাকা থেকে অপর দুই শিশু নিখোঁজ হয়। এ ঘটনায় নিখোঁজ চার শিশুর পরিবার মিরপুর থানায় সাধারণ ডায়েরি করেছে।
ইতিমধ্যে মিরপুরের আনসার ক্যাম্প এলাকা থেকে নিখোঁজ দুই শিশুকে সদরঘাট এলাকা থেকে উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে, বলেছে ডিবি।
তবে মিরপুরের জনতা হাউজিং এলাকা থেকে নিখোঁজ দুই শিশুর খোঁজ এখনো মেলেনি।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান জানান, মিরপুরের জনতা হাউজিং থেকে নিখোঁজ দুই শিশুর একজনের বয়স ১৪ এবং অপরজনের ১৩ বছর। এদের মধ্যে একটি মেয়ে একটি বেসরকারি স্কুলের শিক্ষার্থী। তার বাবা নেই। মা একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করেন। অপর শিশু ওই বাসারই গৃহকর্মী।
এ ঘটনায় নিখোঁজের পরদিন (২ অক্টোবর) থানায় একটি জিডি করেন ওই স্কুল শিক্ষার্থীর পরিবার। জিডিতে বলা হয়েছে, শুক্রবার বিকালে তারা বাসা থেকে বের হয়ে আর ফেরেনি।
অন্যদিকে মিরপুরের আনসার ক্যাম্প থেকে নিখোঁজ হওয়া ওসি মোস্তাজিরুর রহমান জানান, আনসার ক্যাম্প থেকে নিখোঁজ দুই শিশুর একজনের বয়স ১৩, আরেক জনের ১০ বছর। তারা দুজন পরস্পর প্রতিবেশী।
পুলিশ জানিয়েছে, দুই শিশু ইতিমধ্যে উদ্ধার হয়েছে। তারা এখন নিখোঁজ অপর দুই মেয়ে শিশুকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।
এরআগে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর পল্লবীর বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তিন কলেজছাত্রী। তাদের পরিবারের অভিযোগ, বাসা থেকে বের হওয়ার সময় তারা নগদ টাকা, স্বর্ণালংকার ও ফোন নিয়ে যায়। ঘটনার পাঁচ দিন পরও এখনো তাদের খোঁজ মেলেনি।
এ বিষয়ে পল্লবী জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) আরিফুল ইসলাম বলেন, নিখোঁজ তিন শিক্ষার্থী এখনো উদ্ধার হয়নি। তাদের উদ্ধারে অভিযান চলছে।
তবে পুলিশ ও নিখোঁজ শিক্ষার্থীদের পরিবারের সন্দেহ, তারা কোনো মানবপাচারকারী চক্রের খপ্পরে পড়েছে। এজন্য দেশের সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলে জানায় পুলিশ।
পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি নিখোঁজ তিন শিক্ষার্থীর বিদেশে যাওয়ার পরিকল্পনা ছিল। তবে তারা এখন পর্যন্ত দেশে আছে বলেই আমাদের কাছে তথ্য আছে। যেহেতু ওই শিক্ষার্থীদের কোনো পাসপোর্ট নাই, ধরেই নেওয়া যায় বৈধ উপায়ে তাদের দেশ ত্যাগের কোনো সুযোগ নেই। অবৈধ পথে যাতে তারা দেশ ত্যাগ করতে না পারে সেটা নিয়ন্ত্রণ এখন বড় চ্যালেঞ্জ। তাদের খোঁজ বের করতে আমাদের অভিযান চলমান রয়েছে।