লন্ডনে টিউলিপ সিদ্দিকের গাড়ি ভাঙচুর
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৪ অক্টোবর ২০২১, ০৯:৫৭ AM , আপডেট: ০৪ অক্টোবর ২০২১, ১০:০২ AM
লন্ডনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও ব্রিটিশ লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের গাড়িতে ভাঙচুর হয়েছে। তার বাড়ির বাইরে পার্ক করা গাড়িটির ছাদে রাজনৈতিক বার্তা লিখে যাওয়ার পাশাপাশি জানালা ভেঙে ফেলা হয়।
দ্যা গার্ডিয়ান, স্কাই নিউজসহ বিভিন্ন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে ব্রাইটনে লেবার পার্টির বার্ষিক সম্মেলন শেষে বাসায় ফেরেন লন্ডনের হ্যাম্পস্টেড ও কিবার্নের এমপি টিউলিপ। পরের দিন সকালে ব্যক্তিগত কাজে বাইরে যাওয়ার জন্য গাড়ির কাছে গিয়ে গাড়িটি ভাঙচুর অবস্থায় দেখতে পান।
এটাকে ‘উদ্দেশ্যমূলক হামলা’ বলে উল্লেখ করে টিউলিপ জানান, গাড়ি ভাঙচুর করলেও কিছু চুরি হয়নি। বলছেন, এ হামলার পরও তিনি প্রতিবাদী অবস্থানেই অনড় থাকবেন।
গাড়ির ছাদে লেখা রাজনৈতিক বক্তব্যের উদ্বৃতি দিয়ে টিউলিপ বলেন, শব্দগুলো স্পষ্ট করেছে যে, এটি উদ্দেশ্যমূলক হামলা।
নিজের অবস্থান ব্যাখ্যা করে বঙ্গবন্ধুর দৌহিত্র জানান, এ ঘটনা এমপি হিসেবে দায়িত্ব পালন করা থেকে তাকে সরাতে পারবে না। দ্যা গার্ডিয়ানকে তিনি বলেন, আমি ভীত হচ্ছি না। আমি আমার দায়িত্ব পালন বন্ধ করব না।
টিউলিপ জানান, এ ঘটনার পর লেবার পার্টি থেকে ইতিবাচক অনেক বার্তা পেয়েছেন। হাউস অফ কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হলি ফোনও করেছেন।