মাদক কারবারিদের হামলার ৬ দিন পর আহত যুবকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় মাদক কারবারিদের হামলার ছয়দিন পর চিকিৎসাধীন অবস্থায় আহত যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত যুবকের নাম জয় সাহা। জয়ের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পাইকপাড়ায়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মামলার ৪ নম্বর আসামি দীপকে বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার করা হয়। জয়ের মৃত্যুর পর মামলাটি হত্যা মামলা হিসেবে নেয়া হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এর আগে মাদক কারবোরিদের হামলায় গুরুতর আহত হন জয়। হামলার পর বুধবার রাতে জয়ের কাকা টিটু কুমার সদর থানায় চারজনের নামে হত্যাচেষ্টা মামলা করেন।
মামলায় বলা হয়, মাদক সেবন ও মাদক কারবারে জড়িত থাকা এলাকার কয়েকজন যুবককে জয় প্রায়ই বাধা দিতো। এর জেরে গত ২৭ আগস্ট সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হিমেল, ফাহিম, সাগর, দীপ, বিবেক, হরিসহ আরও কয়েকজন যুবক জয়কে কুপিয়ে আহত করে।